ইউক্রেনকে অস্ত্র দিয়ে আইএমএফের ঋণ পেলো পাকিস্তান!

  19-09-2023 06:21PM

পিএনএস ডেস্ক: আমেরিকার শর্ত মেনে গোপনে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করেছে পাকিস্তান। আর তার বিনিময়েই ইসলামাবাদ পেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের ঋণ।

বিস্ফোরক এ তথ্য উঠে এসেছে মার্কিন অলাভজনক সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্টের অনুসন্ধানী প্রতিবেদনে।

দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকা পাকিস্তানের অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে। অর্থনীতির এই বেহাল দশা কাটিয়ে উঠতে কিছুদিন ধরেই আইএমএফের ঋণ পাওয়ার চেষ্টা করছিল দেশটি। তবে শর্ত নিয়ে দু’পক্ষের মধ্যে বহু মতানৈক্য থাকায় ঋণ অনুমোদনে দেরি হচ্ছিল।
কয়েক মাসের আলোচনার পর অবশেষে গত জুলাই মাসে ৩০০ কোটি ডলারের ঋণ অনুমোদন করে আইএমএফ। শিগগিরই সেই ঋণের টাকার প্রথম কিস্তি পেতে যাচ্ছে পাকিস্তান। এরমধ্যেই এ নিয়ে চাঞ্চল্যকর খবর সামনে এলো।

দ্য ইন্টারসেপ্ট জানিয়েছে, আইএমএফ থেকে ঋণ পেতে যুক্তরাষ্ট্রের পরামর্শে ইউক্রেনকে অস্ত্র ও গোলাবারুদ দিয়েছে পাকিস্তান। এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে গোপনে একটি চুক্তিও করেছে ইসলামাবাদ।

এই অস্ত্র চুক্তি সম্পর্কে অবগত দু’টি সূত্রের বরাত দিয়ে ইন্টারসেপ্ট জানিয়েছে, গত বছরের গ্রীষ্ম থেকে এ বছরের বসন্ত পর্যন্ত সময়ে অস্ত্র দেয়ার বিষয়ে সমঝোতা হয়। এছাড়া, এসব নথিতে ইউক্রেনকে অস্ত্র দেয়ার বিনিময়ে পাকিস্তান কত অর্থ পাবে, লাইসেন্স, দুই দেশের কর্মকর্তাদের আলোচনাসহ বিস্তারিত সব রয়েছে।

তবে পাকিস্তান বা মার্কিন সরকারের পক্ষ থেকে কেউই ইউক্রেনকে অস্ত্র দিতে করা এ চুক্তির কথা স্বীকার করছে না।

তবে চলতি বছরের এপ্রিল মাসে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে প্রথম ইউক্রেনকে পাকিস্তানের অস্ত্র সরবরাহের বিষয়টি জানানো হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনকে ট্যাঙ্ক ও রকেট ভরতি ২৩০টি কন্টেইনার পাঠানোর পরিকল্পনা করছে পাকিস্তান। এর বিনিময়ে আন্তর্জাতিক অর্থভাণ্ডার আইএমএফ থেকে বিপুল পরিমাণ আর্থিক প্যাকেজ পাবে ইসলামাবাদ। তখন ইউক্রেনকে অস্ত্র দেয়ার কথা অস্বীকার করেছিল পাকিস্তান।
সূত্র : দ্য ইন্টারসেপ্ট

পিএনএস/এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন