পিএনএস ডেস্ক: জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্টের ভাষণের সময় প্রতিবাদ করেছেন ইসরায়েলের দূত গিলাদ এরদান। এতে তাকে সাধারণ পরিষদের হল থেকে সরিয়ে দেওয়া হয়। খবর ডেইলি মেইলের।
সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জাতিসংঘের নিরাপত্তা বাহিনী ইসরায়েলি দূতকে আটক করছেন এবং অধিবেশন কক্ষ থেকে বাইরে নিয়ে যাচ্ছেন। তবে কেন তাকে আটক করা হয়েছিল তা স্পষ্ট নয়, যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে মঙ্গলবার ভাষণ দেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ সময় একটি মাসা আমিনির পোস্টার তুলে ধরে প্রতিবাদ করেন এরদান। পোস্টারে লেখা ছিল, ইরানি নারীরা এখন মুক্তি প্রত্যাশা করেন।
উল্লেখ্য, ২২ বছর বয়সী ইরানি নারী দেশটির নীতি পুলিশের হেফাজতে মারা যান। এতে দেশটিতে বিক্ষোভ চরমে ওঠে। গত ১৬ সেপ্টেম্বর তার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়।
পিএনএস/এসএস
জাতিসংঘের অধিবেশন থেকে সরিয়ে দেওয়া হলো ইসরায়েলি দূতকে
20-09-2023 08:35PM
