ইউক্রেনকে ভয়ংকর আব্রামস ট্যাংক দিল যুক্তরাষ্ট্র

  22-09-2023 10:43PM

পিএনএস ডেস্ক : ইউক্রেনকে নিজেদের তৈরি আব্রামস ট্যাংক দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহে ট্যাংকটি ইউক্রেনে পৌঁছাবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর বাইডেন আব্রামস ট্যাংক পাঠানোর ঘোষণা দেন। এ ছাড়া এ সময় ইউক্রেনের জন্য ৩২৫ মিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তাও ঘোষণা করেন তিনি।

হোয়াইট হাউজে সাংবাদিকদের উদ্দেশে বাইডেন বলেন, ‘আগামী সপ্তাহে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের প্রথম আব্রামস ট্যাংক পাঠানো হবে।’

এ সময় তার সঙ্গে জেলেনস্কিও ছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর এ নিয়ে দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর করলেন জেলেনস্কি।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন