বিভিন্ন দেশের ২৮ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

  26-09-2023 12:48AM

পিএনএস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সোমবার ১১টি চীনা ও ৫টি রুশ কোম্পানির ওপর নতুন বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করেছে। ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়াকে ড্রোন তৈরির সরঞ্জাম সরবরাহ করার অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিদেশে রফতানিনীতি তত্ত্বাবধানে নিযুক্ত মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় ফিনিশ ও জার্মান কোম্পানিসহ মোট ২৮টি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ তালিকায় যুক্ত করেছে। এর ফলে মার্কিন সরবরাহকারীদের পক্ষে তাদের প্রযুক্তি অন্যত্র পাঠানো কঠিন হয়ে পড়বে।

নতুন নিষেধাজ্ঞায় চীনের এশিয়া প্যাসিফিক লিংকস লিমিটেড এবং রাশিয়ার এসএমটি-আইলজিকসহ ৯টি কোম্পানি রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-কে ড্রোনের যন্ত্রাংশ পাঠানোর এক ষড়যন্ত্রে জড়িত বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুসারে, পূর্বে নিষেধাজ্ঞায় থাকা স্পেশাল টেকনোলজি সেন্টারকে ড্রোনের যন্ত্রাংশ সরবরাহ করার পরিকল্পনায় কোম্পানিগুলো অংশ নিয়েছিল।

গত বছর রয়টার্স ও রাশিয়ার সংবাদমাধ্যম আইস্টোরিজ, লন্ডনের একটি প্রতিরক্ষা থিংক ট্যাংক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের সহযোগিতায় একটি ড্রোনের যন্ত্রাংশ রাশিয়ায় পাঠানোর একটি ষড়যন্ত্র উন্মোচন করেছিল।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি নিয়ন্ত্রণ প্রধান অ্যালান এস্তেভেজ এক বিবৃতিতে বলেছেন, যারা ইউক্রেনে পুতিনের অবৈধ ও অনৈতিক যুদ্ধে সরবরাহ ও সমর্থন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে আমরা দ্বিধা করব না।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন