পিএনএস ডেস্ক: শিখ নেতা হরদিপ সিং নিজার হত্যাকাণ্ড নিয়ে কানাডার জোর অভিযোগের পর আবারও মুখ খুললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি মঙ্গলবার বলেছেন, ভারত এ ধরনের পলিসির সঙ্গে যুক্ত থাকে না। উল্লেখ্য, কানাডার ভ্যানকোভারে ১৮ই জুন শিখ নেতা হরদিপ সিং নিজারকে হত্যা করে দু’অস্ত্রধারী। এ হত্যায় ভারত সরকার এবং ‘র’ জড়িত বলে জোর দাবি করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করে দু’দেশ। উত্তেজনার আরও অবনতি হয়, যখন কানাডায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিড কোহেন বলেন, ফাইভ আইস অংশীদারদের মধ্যে গোয়েন্দা তথ্য শেয়ার হয়েছে। এর ফলে ট্রুডো ওই দাবি করতে উদ্বুদ্ধ হয়েছেন। এর জবাবে এস জয়শঙ্কর বলেন, আমি ফাইভ আইসের কোনো অংশ নই। আমি অবশ্যই এফবিআইয়ের কোনো অংশ নই। তাই আমার মনে হয়, আপনি ভুল ব্যক্তির সঙ্গে কথা বলছেন।
নিউ ইয়র্কে কাউন্সিল ফর ফরেন রিলেশন্সে বক্তব্যকালে জয়শঙ্কর কানাডায় সংঘটিত অপরাধের ইস্যুর দিকে দৃষ্টি আকর্ষণ করেন। বিশেষ করে যেসব ঘটনার সঙ্গে যোগ থাকে বিচ্ছিন্নতাবাদী শক্তি, সহিংসতা এবং উগ্রপন্থা। রাজনৈতিক কারণে ইচ্ছাকৃতভাবে এসব সহ্য করছে কানাডা- এ জন্য তিনি উদ্বেগ প্রকাশ করেন।
কানাডার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত। তারা বলছে, এখনও ট্রুডো প্রশাসন কোনো তথ্যপ্রমাণ দিতে পারেনি অভিযোগের প্রেক্ষিতে। জয়শঙ্কর কানাডাকে আশ্বস্ত করেন যে, নিজার হত্যাকাণ্ডে কোনো সুনির্দিষ্ট তথ্য দিলে ভারত তাতে অ্যাকশন নেবে। তিনি বলেন, আমরা কানাডাকে বলেছি, এটা আমাদের পলিসি নয়। দ্বিতীয়ত, আমরা বলেছি যদি সংশ্লিষ্ট কোনো প্রমাণ থাকে আমাদেরকে জানতে দিন।
পিএনএস/আনোয়ার
শিখ নেতা হত্যা নিয়ে জয়শঙ্কর যা বললেন
27-09-2023 11:32AM