পিএনএস ডেস্ক: 'আমার মেয়ে নিজেকে গাজার রানি মনে করত... আপনাদের মানবতার জন্য আপনাদের কাছে শুকরিয়া। আপনারা ছিলেন আমার সন্তানের কাছে প্রিয় মানুষ।' কথাগুলো লিখে গেছেন গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মুক্তি দেয়া এক ইসরাইলি বন্দী। তাকে সময় দেয়ার জন্য, পরিবারের সদস্যের মতো ব্যবহার করার জন্য হামাস সদস্যদের উচ্ছ্বসিত ভাষায় প্রশংসা করেন তিনি।
ইসরাইলের সাথে হামাসের যুদ্ধবন্দী বিনিময়ের অংশ হিসেবে তাকে মুক্তি দেয়া হয়। উল্লেখ্য, ইসরাইল মুক্তিপ্রাপ্ত বন্দীদের কথা বলতে দিচ্ছে না। ফলে ইসরাইলি বন্দীদের প্রতিক্রিয়া পাওয়া কঠিন হয়ে পড়েছে।
এই ইসরাইলি মায়ের নাম 'ড্যানিয়েল'। তার মেয়ের নাম 'এমিলিয়া'। উভয়েই ৫০ দিনের বেশি হামাসের কাছে আটক থাকার পর মুক্তি পেয়েছেন। মুক্তির সময় তিনি হামাসের আল-কাসসাম ব্রিগেডের সদস্যদের উদ্দেশ্যে নোট রেখে যান।
প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টারের তথ্যানুযায়ী ড্যানিয়েল লিখেছেন হিব্রু ভাষায়। সোমবার এটি প্রকাশিত হয় ফালাঙ্গে মিলিটারি মিডিয়া।
ড্যানিয়েল লিখেছেন : সাম্প্রতিক সপ্তাহগুলোতে যেসব জেনারেল আমার সাথে ছিলেন তাদের উদ্দেশ্যে লিখছি। মনে হচ্ছে, আমরা ছিলাম তাদেরই অংশ। তবে আমার সন্তান ইমিলিয়ার প্রতি আপনারা যে অস্বাভাবিক মানবতা প্রদর্শন করেছেন, সেজন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরো লিখেছেন, 'আপনারা ছিলেন তার [ইমিলিয়া] মা-বাবা, যে যখনই চাইত, আপনাো তাকে আপনাদের কক্ষে স্বাগত জানাতেন।'
তিনি বলেন, আপনারা সবাই ছিলেন তার বন্ধু, এবং কেবল বন্ধুই নয়, বরং সত্যিকারে প্রিয় মানুষ। তার সাথে ধৈর্যশীল হওয়ার জন্য আপনাদের শুকরিয়া আদায় করছি, তাকে মিষ্টি আর ফলমূলে ভাসিয়ে দেয়ার জন্য, সবকিছুই এখানে ছিল, এমনকি যেটা পাওয়া যাওয়ার কথা নয়, তাও ছিল।
ইসরাইলি ওই মা বলেন, 'শিশুরা বেশি লোকজন পছন্দ করে না। কিন্তু আপনাদের এবং এই সময়ে অন্য ভালো লোকজন ও নেতাদের সাক্ষাত আমরা পেয়েছি, তাদের কারণে আমার মেয়ে নিজেকে গাজার রানি মনে করত।'
তিনি আরো লিখেছেন, 'আমি সবসময় শুকরের একজন বন্দী হয়েই থাকব। কারণ আমার মেয়ে মানসিক অসুস্থতা নিয়ে এই স্থান ত্যাগ করেনি।'
তিনি বলেন, 'আপনারা যে কঠিন পরিস্থিতিতে আছেন এবং গাজায় আপনারা ভয়াবহ ক্ষতির মুখে পড়েও আমাদের প্রতি যে সদয় ব্যবহার করেছেন, তার কথা আমি অবশ্যই উল্লেখ করব।'
তিনি বলেন, 'আমি আপনাদের সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করি। আপনাদের এবং আপনাদের পরিবার সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি, তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।'
পিএনএস/আনোয়ার
মুক্তিপ্রাপ্ত এক ইসরাইলি মায়ের আবেগঘন চিঠি
28-11-2023 10:21AM