পিএনএস ডেস্ক : ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজায় যুদ্ধে তাদের আরও দুই সৈন্য নিহত হয়েছে। নিহতরা হলেন গাল আইজেনকোট এবং জোনাথন ডেভিড ডিচ।
আইজেনকোট গাদি আইজেনকোটের ছেলে, যিনি ইসরায়েলের বর্তমান যুদ্ধকালীন মন্ত্রীসভার দপ্তরবিহীন মন্ত্রী। গাদি আইজেনকোট ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ এবং পাঁচ সদস্যবিশিষ্ট ইসরায়েলি মন্ত্রিসভার পর্যবেক্ষক সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।
গাজায় ইসরায়েলের বড় ধরনের স্থল আক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯০ জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।
পিএনএস/শাওন
গাজায় ইসরায়েলি মন্ত্রীর ছেলে নিহত
07-12-2023 11:26PM