পিএনএস ডেস্ক: জমি নিয়ে দ্বন্দ্বে নিজের বাবা-মাকে ব্যাপক মারধর করেছেন এক ব্যক্তি। মূলত ভাইকে দেওয়া জমি নিয়ে সৃষ্ট বিবাদে নির্দয়ভাবে নিজের বাবা-মাকে মারধর করেন তিনি।
এসময় বাবাকে চড় মারার পাশাপাশি মাকে চুল ধরে টেনে চড় ও লাথি মারতেও দেখা যায় তাকে। এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে।
রোববার (৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশের এক বিরক্তিকর ফুটেজে সম্পত্তির বিবাদে এক ব্যক্তিকে নির্দয়ভাবে তার বাবা-মাকে মারতে দেখা গেছে। অভিযুক্ত ওই ব্যক্তি তার মাকে চুল ধরে টেনে নিয়ে যায় এবং বারবার তাকে চড় মারতে থাকে।
যদিও তার মা সেসময় কাঁদছিল এবং তাকে থামানোর জন্য অনুরোধ করে। একপর্যায়ে ছেলেকে তাকে এতো জোরে লাথি মারতে দেখা যায় যে, তিনি মাটিতে লুটিয়ে পড়েন, তবুও অভিযুক্ত ওই ব্যক্তি মারধর করা অব্যাহত রাখে।
এনডিটিভি বলছে, মারধরের একপর্যায়ে ভুক্তভোগী মা মাটিতে লুটিয়ে পড়েন এবং শুয়ে কাঁদতে থাকেন। তখন ওই ব্যক্তি তার বাবার দিকে এগিয়ে যায় এবং তাকে চড় মারেন। এসময় একটি ছোট্ট মেয়েকে লোকটির পাশে দাঁড়িয়ে এই দৃশ্য প্রত্যক্ষ করতে দেখা গেছে।
এই ঘটনায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজন মানুষকেও আশপাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, যাদের কেউই ছেলের মারধর থেকে রক্ষা করতে ও দম্পতিকে সাহায্য করতে এগিয়ে আসেনি।
এই ঘটনায় থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্ত লোকটিকে শ্রীনিবাসুলু রেড্ডি হিসাবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। গত শনিবার অন্ধ্রপ্রদেশের আন্নামায়া জেলায় এই ঘটনা ঘটে এবং পরে পুলিশ তাকে আটক করে।
ভুক্তভোগী ওই মা ও বাবার নাম লক্ষ্মমা এবং ভেঙ্কটরামনা। এনডিটিভি বলছে, শ্রীনিবাসুলু তার বড় ভাই মনোহর রেড্ডিকে দেওয়া তিন একর জমি নিয়ে অসন্তুষ্ট ছিলেন এবং তার বাবা-মাকে ওই জমি দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করতে বলেন।
ভুক্তভোগী এই দম্পতি পুলিশকে জানান, ঘটনার সময় যেখানে যেখানে তাদের স্বাক্ষর করতে বলেছে, সেখানে তা করতে রাজি হওয়ার পরেও তাদের ছেলে তাদেরকে মারধর করেই যাচ্ছিলেন।
স্থানীয় পুলিশ পরিদর্শক যুবরাজু বলেন, ‘কেউ তাদের পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে শাস্তি পেতে হবে। বাবা-মা এবং প্রবীণদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটলে তা অবশ্যই তাদের জানাতে হবে।’
পিএনএস/এমএইউ
জমি নিয়ে দ্বন্দ্বে বাবা-মাকে ব্যাপক মারধর, ছেলে আটক
04-03-2024 02:08PM