ইরানে হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত ৯

  18-06-2024 06:37PM

পিএনএস ডেস্ক: ইরানের উত্তরাঞ্চলীয় শহর রাশতের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ জুন) রাশতের একটি হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবি বলেছে, স্থানীয় সময় সোমবার রাত দেড়টার দিকে রাশত শহরের ঘায়েম হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। এই অগ্নিকাণ্ডের কারণ শনাক্ত করতে তদন্তকারী কর্মকর্তারা কাজ শুরু করেছেন বলে জানিয়েছে আইআরআইবি।

রাশতের গিলান ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সের প্রেসিডেন্ট মোহাম্মদ তাগি আশোবি বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে এই দুর্ঘটনায় ৯ জন প্রাণ হারিয়েছেন। অগ্নিকাণ্ডে মারা যাওয়া রোগীদের বেশিরভাগই ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাশতের ওই হাসপাতালে রোগীদের জন্য ২৫০ শয্যা রয়েছে। অগ্নিকাণ্ডের সময় সেখানে ১৪২ জন রোগী ছিলেন। সূত্র: আইআরআইবি।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন