গাজা যুদ্ধবিরতি নিয়ে ‘ছেলেখেলা’ করছেন ব্লিঙ্কেন!

  01-08-2024 07:18PM

পিএনএস ডেস্ক: গিডিয়ন লেভি নামে ইসরাইলি গণমাধ্যম হারেৎজের এক কলামিস্ট দাবি করেছেন, গাজা যুদ্ধবিরতির জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাম্প্রতিক আহ্বান কেবলই ‘ফাঁকা আওয়াজ’। গাজা যুদ্ধবিরতি নিয়ে ব্লিঙ্কেন মূলত ‘ছেলেখেলা’ করছেন বলেই অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার তেল আবিব থেকে আল জাজিরাকে তিনি এসব কথা বলেন।

এ নিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, গিডিয়ন লেভি দাবি করে বলেছেন, ‘ব্লিঙ্কেন এবং মার্কিন প্রশাসন যদি সত্যিই চাইতো, তাহলে গাজা যুদ্ধ ইতোমধ্যেই শেষ হয়ে যেতো।’

গাজা নিয়ে ব্লিঙ্কেন মূলত ‘ছেলেখেলা’ করছেন অভিযোগ করে ইসরাইলি সাংবাদিক ও কলামিস্ট বলেন, ‘ইসরাইলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা এবং যুদ্ধ বন্ধ করার জন্য ইসরাইলকে অনুরোধ করা একটা বড় রকমের প্রহসন। এটা আন্তর্জাতিক সম্পর্ক নয়, এটা নিছক ছেলেখেলা।’

লেভি এ সময় ইসরাইলি নেতারও সমালোচনা করেন। সম্প্রতি হামাস ও হিজবুল্লাহর দুই শীর্ষ নেতাকে হত্যার নেপথ্য নিয়ে তিনি বলেন, ইসরাইলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুও এ যুদ্ধ শেষ করতে চান না এবং তেহরান ও বৈরুতে হত্যাকাণ্ডের পেছনে এটিই মূল কারণ।

এদিকে বর্তমানে ইসরাইলি জনসাধারণের মানসিক পরিস্থিতি সম্পর্কে হারেৎজের এ কলামিস্ট বলেন, ইসরাইলের বিরুদ্ধে ইরান এবং লেবাননের সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে ইসরাইলি জনগণের মধ্যে কোনো আতঙ্ক নেই, ‘যদিও আতঙ্কের যথেষ্ঠ কারণ থাকতে পারে’।

লেভি বলেন, ইসরাইলিরা খুবই সতর্ক। বেশিরভাগ ইসরাইলিই এখন বেশি বেশি পণ্য কিনছে এবং নিজেদের প্রস্তুত করার চেষ্টায় রয়েছে। তবে তাদের মধ্যে তেমন হুড়োহুড়ির ব্যাপার নেই, অনেকটা স্বাভাবিকভাবেই তারা সবকিছু করছেন। তবে ইসরাইলি জনগণ মনে করছে যে, তারা একটা অজানা কিছুরই মুখোমুখি হতে যাচ্ছে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন