ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ: উপপ্রধান নাঈম কাসেম

  30-09-2024 08:21PM

পিএনএস ডেস্ক: ইসরায়েলি সব ধরনের আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটির উপপ্রধান নাঈম কাসেম আজ সোমবার এ কথা জানিয়েছেন। সেই সাথে দ্রুতই গোষ্ঠীটির নতুন প্রধান নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

ভিডিও বার্তায় নাঈম কাসেম বলেছেন, আমরা (হিজবুল্লাহ) যেকোনো পরিস্থিতি মোকাবিলা করব। ইসরায়েল যদি স্থলপথে আগ্রাসনের সিদ্ধান্ত নেয়, আমরাও প্রস্তুত আছি। প্রতিরোধ বাহিনীগুলো স্থল হামলা মোকাবিলায় প্রস্তুত।

নাঈম কাসেম আরও বলেন, ইসরায়েল লেবাননের সর্বত্র হত্যাযজ্ঞ চালাচ্ছে। এমন কোনো বাড়ি নেই যেখানে ইসরায়েলের আগ্রাসনের ছাপ পড়েনি। তিনি বলেন, ইসরায়েল বেসামরিক লোকজন, শিশু, বয়োবৃদ্ধ, অ্যাম্বুলেন্সের ওপরও হামলা চালাচ্ছে। তারা যোদ্ধাদের সঙ্গে লড়ছে না; বরং হত্যাযজ্ঞ চালাচ্ছে।

বক্তব্যের শেষে এই হিজবুল্লাহ নেতা বলেছেন, হিজবুল্লাহ ২০০৬ সালের মতোই ইসরায়েলের বিরুদ্ধে জয়ী হবে।

গত দুই সপ্তাহ ধরে লেবাননে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে হিজবুল্লাহর বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। ইসরায়েল এবার লেবাননে স্থল অভিযান পরিচালনাও করতে পারে। ইতোমধ্যে লেবানন সীমান্তে ইসরায়েল বিপুলসংখ্যক ট্যাংক জড়ো করেছে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন