পিএনএস ডেস্ক : কোলাকুলি করা সুন্নাত। আল্লাহর রাসূল সা: তাঁর সাহাবিদের সাথে কোলাকুলি করেছেন। হজরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত, ‘একদিন হাসান রা: নবী কারীম সা:-এর কাছে আসলেন, তিনি তখন তাকে জড়িয়ে ধরলেন এবং কোলাকুলি করলেন।’ (শারহুস সুন্নাহ)
কোলাকুলির পদ্ধতি :
দুই ব্যক্তির উভয়ে ডান গলা মিলিয়ে কোলাকুলি করবে। তিনবার করা জরুরি নয়। (তিরমিবী : ২/১০২; লিসানুল আরব : ১০/২৭২)
কোলাকুলির দোয়া :
اللهم زد محبتي اللّٰہ ورسوله
উচ্চারণ: আল্লহুম্মা ঝিদ মুহাব্বাতি লিল্লাহি ও রাসূলিহি। (জামিউস সুনান : ১৫৯; আহকামে জিন্দেগী :
৩৯৮)
অর্থ: আল্লাহপাক আমাদের মধ্যে আল্লাহর ওয়াস্তে পরষ্পর মুহাব্বত ও ভালোবাসা বৃদ্ধি করে দিন!
পিএনএস/আলাউদ্দিন
ঈদে কোলাকুলির পদ্ধতি ও দোয়া
03-05-2022 12:43PM
