অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে বাঁচতে রাসুল (সা.) যে দোয়া করতেন

  19-08-2022 12:34PM




পিএনএস ডেস্ক :  প্রতিদিন অসংখ্য মানুষের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর পাই। যেমন- সড়ক দুর্ঘটনা, পাহাড় ধ্বস, ভারি স্থাপনা ধস, অগ্নিকাণ্ড, পানিতে ডোবা ও বজ্রপাত। এরূপ মৃত্যুতে আমারা ব্যথিত হই।

প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে বাঁচতে আমাদের বিশেষ দোয়া শিখিয়েছেন। যদি এই দোয়া পাঠ করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের স্বাভাবিক ও উত্তম মৃত্যু দান করবেন। দোয়াটি হলো-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ، وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي، وَأَعُوذُ بِكَ مِنَ الْغَرَقِ، وَالْحَرَقِ، وَالْهَرَمِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِيَ الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাদমি ওয়া আউজুবিকা মিনাত তারাদ্দি, ওয়া আউজুবিকা মিনাল গারাকি ওয়াল হারাকি ওয়াল হারামি, ওয়া আউজুবিকা আঁইয়াতাখব্বাতানিশ শায়তানু ইনদাল মাওতি, ওয়া আউজুবিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান ওয়া আউজুবিকা আন আমুতা লাদিগান।’

অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে চাপা পড়ে মৃত্যুবরণ থেকে আশ্রয় চাই, আশ্রয় চাই গহ্বরে পতিত হয়ে মৃত্যুবরণ থেকে, আমি আপনার কাছ থেকে আশ্রয় চাই পানিতে ডুবে ও আগুনে পুড়ে মৃত্যুবরণ থেকে এবং অতি বার্ধক্য থেকে। আমি আপনার কাছে আশ্রয় চাই মৃত্যুকালে শয়তানের প্রভাব থেকে, আমি আশ্রয় চাই আপনার পথে জিহাদ থেকে পলায়নপর অবস্থায় মৃত্যুবরণ করা থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই বিষাক্ত প্রাণীর দংশনে মৃত্যুবরণ থেকে।’

হজরত আবুল ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরূপ দোয়া করতেন। (আবু দাউদ, হাদিস : ১৫৫২, নাসাঈ, হাদিস : ৫৫৪৬)

পিএনএস/আলাউদ্দিন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন