বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যৌতুকবিহীন ১৫ বিয়ে

  21-01-2023 07:10PM

পিএনএস ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে ১৫টি যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়।

আজ শনিবার (২১ জানুয়ারি) বাদ আসর ভারতের মাওলানা সাদ কান্ধলভীর ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী বিয়ে পরিচালনা করেন।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম বলেন, শনিবার বিকেলে দ্বিতীয় পর্বে মোট ১৫টি যৌতুকবিহীন বিয়ে পড়ানো হয়েছে। বিদেশি মুসল্লিদের প্যান্ডেলের পাশে থাকা দোয়া মঞ্চে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। আজ সকাল থেকেই বর-কনের নাম তালিকাভুক্ত শুরু হয়। বিয়ের আগ পর্যন্ত চলে তালিকাভুক্ত কাজ।

তিনি আরও জানান, যৌতুকবিহীন বিয়ের মঞ্চের সামনে কনের অনুপস্থিতে তার স্বজন এবং বর ও তার স্বজনরা উপস্থিত থেকে ইসলামী শরিয়ত অনুযায়ী যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর মঞ্চের সামনে ও আশপাশে থাকা মুসল্লিদের মধ্যে খেজুর বিতরণ করা হয়।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন