পিএনএস ডেস্ক: বৃষ্টি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। মানুষ ও জীব-জন্তুর রিজিকের প্রধান মাধ্যম বৃষ্টির পানি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি, যাতে তা দ্বারা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ ও পাতাঘন উদ্যান।’ (সুরা নাবা: ১৪-১৬) ‘যাতে তা দ্বারা আমি মৃত ভূ-খণ্ডকে সঞ্জীবিত করি এবং আমি যা সৃষ্টি করেছি। তার মধ্য হতে বহু জীবজন্তু ও মানুষকে তা পান করাই।’ (সুরা ফুরকান: ৪৯)
তবে কখনও বৃষ্টি আজাবেরও হতে পারে। এ কারণে রাসুল (স.) বৃষ্টি দেখলেই মহান আল্লাহর দরবারে উপকারী বৃষ্টির জন্য দোয়া করতেন। সেই দোয়াটি সুন্নত হিসেবে আমরাও করতে পারি।
দোয়াটি হলো— اللَهُمَّ صَيِّبًا نَافِعًا উচ্চারণ: ‘আল্লাহুম্মা ছায়্যিবান নাফিয়া’ অর্থ: ‘হে আল্লাহ! আপনি এ বৃষ্টিকে প্রবহমান এবং উপকারী করে দিন।’ আয়েশা (রা.) থেকে বর্ণিত, যখন বৃষ্টি হতো তখন রাসুল (স.) এই দোয়াটি পড়তেন। (সহিহ বুখারি: ১০৩২; মেশকাত: ১৫০০)
আবার, অতিরিক্ত বৃষ্টি হলে বা বৃষ্টি ক্ষতিকর মনে হলে এই দোয়াটি পাঠ করা সুন্নত—اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا اللَّهُمَّ عَلَى الْآكَامِ وَالظِّرَابِ وَبُطُونِ الْأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ উচ্চারণ: ‘আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা; আল্লাহুম্মা আলাল আকামি ওয়াজ জিরাবি ওয়া বুতূনিল আওদিয়াতি ওয়া মানা-বিতিশ শাজার।’ অর্থ: ‘হে আল্লাহ! আমাদের আশেপাশে, আমাদের উপর নয়। হে আল্লাহ! টিলা, মালভূমি, উপত্যকায় এবং বনভূমিতে বর্ষণ করুন।’ (সহিহ বুখারি: ১০১৪)
আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টিপাতের সময় নবীজির অনুসরণে দোয়া পড়ার তাওফিক দান করুন। আমিন।
পিএনএস/এমএইউ
বৃষ্টির সময় নবীজি (স.) যে দোয়া পড়তেন
08-12-2023 01:15PM