জামিন পেলেন বাদল

  23-03-2021 06:33PM

পিএনএস ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল জামিন পেয়েছেন। কাদের মির্জা ও বাদল গ্রুপের সংঘর্ষের ঘটনার জেরে তিন মামলায় গ্রেপ্তার হন তিনি।

মঙ্গলবার (২৩ মার্চ) নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ২ নম্বর বিচারিক আদালতের বিচারক নবনীতা গুহ তার জামিন মঞ্জুর করেন।

বাদলের পক্ষে জামিন চান তার আইনজীবী অ্যাডভোকেট হারুন-উর-রশিদ হাওলাদার। আদালত শুনানি শেষে তাকে তিনটি মামলায় জামিন প্রদান করেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হারুন উর রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, আদালত সকালে দুটি ও বিকালে একটি মামলায় বাদলের জামিন মঞ্জুর করেন।

গত ১৯ ফেব্রুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশির হাটবাজারে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বাদলকে গত বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেল ৪টায় আটক করে কারাগারে প্রেরণ করা হয়।

এরপরই আব্দুল কাদের মির্জার সমর্থকরা আরও দুটি মামলা করে তাকে প্রধান আসামি করে। গ্রেপ্তার হওয়ার ১৩ দিন পর জামিন পেলেন বাদল।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন