লকডাউনে সুপ্রিম কোর্টে বেঞ্চ পুনর্গঠন

  30-06-2021 02:44PM

পিএনএস ডেস্ক: করোনা নিয়ন্ত্রণে আসন্ন লকডাউনের মাঝে মামলা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।

বুধবার (৩০ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশনা অনুসারে এসব বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।

এর ফলে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হতে যাওয়া কঠোর লকডাউনের মাঝে হাইকোর্ট বিভাগে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে রিট বেঞ্চ, বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বে ফৌজদারি মামলার শুনানি এবং বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বে কোম্পানি আইন সংক্রান্ত মামলার ভার্চুয়াল শুনানি অনুষ্ঠিত হবে। আর আপিল বিভাগের একটি বেঞ্চে সপ্তাহের মঙ্গলবার ও বুধবার বিচারকার্য ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, বিধি অনুসারে মামলা পরিচালনার এখতিয়ার পরিবর্তনের মাধ্যমে বিচারকদের বিচারিক ক্ষমতা প্রদান ও বেঞ্চ গঠন করা হয়। মামলা জট নিরসনসহ বিভিন্ন কারণে প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদের মাঝে এরূপ এখতিয়ার পরিবর্তন বা বেঞ্চ পুনর্গঠনের নির্দেশ দিয়ে থাকেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন