কাউন্সিলর চিত্ত রঞ্জনের মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ

  12-09-2021 09:01PM

পিএনএস ডেস্ক : রাজধানীর সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিত্ত রঞ্জন দাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলাটি তদন্ত করে আগামী ১৪ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১২ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির এজাহার পৌঁছায়। এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এজাহার গ্রহণ করে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার নারী ও শিশু সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে শনিবার (১১ সেপ্টেম্বর) সবুজবাগ থানায় ভুক্তভোগী নারী মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম।

মুরাদুল ইসলাম বলেন, চিত্ত রঞ্জন দাসের একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে তার সঙ্গে এক নারী ছিলেন। ভুক্তভোগী নারী থানায় এসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক নারীকে চিত্ত রঞ্জন দাস নিজের কাছে ডাকছেন। ওই নারী তার কাছে আসার পর তিনি তাকে জড়িয়ে ধরেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়ার পরই ভাইরাল হয়ে যায়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন