১০ মিনিটে আদালতের কাজ শেষে কারাগারে মামুনুল-সাইফুল্লাহ

  26-09-2021 01:54PM

পিএনএস ডেস্ক: পুলিশের মামলায় হেফাজত নেতা মাওলানা মামুনুল হক ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর পরবর্তী হাজিরা ২৩ ডিসেম্বর ধার্য করেছেন কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আমলি আদালতের বিচারক ইরফানুল হক চৌধুরী এ তারিখ নির্ধারণ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন বেলা ১১টা ৫০ মিনিটে মাওলানা মামুনুল হক ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে আদালতে হাজির করা হয়। ১০ মিনিটের মধ্যে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে তাদের আবার কারাগারে পাঠানো হয়।

এর আগে শুক্রবার দুপুরে মামুনুল হক ও খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে সড়কপথে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

কুমিল্লার চান্দিনায় প্রশাসনের অনুমতি ছাড়া আয়োজিত মাহফিলে অংশগ্রহণ এবং উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গত বছরের ১৭ ডিসেম্বর পুলিশ এ মামলা করে।

এ ঘটনায় মামুনুলকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। সেই মামলায় হাজিরা দিতে তাদের আদালতে নেওয়া হয় আজ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন