লঞ্চে আগুনের ঘটনায় মামলা

  25-12-2021 04:30PM

পিএনএস ডেস্ক : ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুন ও প্রাণহানির ঘটনায় ঝালকাঠি সদর থানায় অপমৃত্যুর মামলা করেছেন এক গ্রাম পুলিশ সদস্য।

সদর থানার ওসি খলিলুর রহমান জানান, পোনাবালিয়া গ্রামের গ্রাম পুলিশ জাহাঙ্গীর হোসেন এই মামলা করেছেন।

পোনাবালিয়া ইউপির দেউরী এলাকার সুগন্ধা নদীতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। সে ঘটনায় ৪২ জন মারা গেছেন। আহত হয়েছেন অনেক।

এদিকে, অজ্ঞাত ২৬ জনের মরদেহ দাফন করা হয়েছে গণকবরে। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পোটকাখালী গণকবরে তাদের দাফন করা হয়।

এর আগে বরগুনা সার্কিট হাউজ মাঠে বেলা ১১টার কিছু পর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অজ্ঞাত ৩০ জনের গণজানাজা অনুষ্ঠিত হয়। এ সময় আরো তিনজনের মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা। ওই তিনজনের কফিন স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন