সেলিম খানের আগাম জামিন স্থগিত করে আত্মসমর্পণের নির্দেশ

  20-09-2022 02:25PM



পিএনএস ডেস্ক: অবৈধ সম্পদ অর্জনের মামলায় চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খানের আগাম জামিন স্থগিত আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

মঙ্গলবার ছয়দিন আগে হাইকোর্টের দেওয়া চার সপ্তাহের আগাম জামিন স্থগিত করে এ আদেশ দেন চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম। গত ১৪ সেপ্টেম্বর এ মামলায় হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন পান চেয়ারম্যান সেলিম খান।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। সেলিম খানের পক্ষে শুনানি করেন আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, 'সেলিম খানের আগাম জামিন স্থগিত করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে তাঁকে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পন করতে হবে।'


পিএনএস/আনোয়ার




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন