পিএনএস ডেস্ক : মাদারীপুরে রাজীব সরদার হত্যা মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড ও ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ২২ আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ রায় দেন।
এ তথ্য জানিয়েছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান সিংহ।
তিনি জানান, ২০১২ সালে রাজীব সরদারকে হত্যা করা হয়। এ মামলায় মোট ৩৬ জন আসামি ছিলেন। রায় ঘোষণার সময় আদালতে ২২ আসামি উপস্থিত ছিলেন। বিচার চলাকালে তিন আসামি মারা গেছেন।
আদালত যাবজ্জীবনপ্রাপ্ত ছয় আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে বলেও জানান আইনজীবী।
পিএনএস/শাওন
মাদারীপুরে হত্যা মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড
21-03-2023 06:18PM
