মোংলায় বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী আটক

  27-03-2023 11:28AM

পিএনএস ডেস্ক : বাগেরহাটের মোংলায় নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ওমর ফারুক, মিঠাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি লুৎফর আমির, ছাত্রদল নেতা মো. মুজাহিদ, যুবদল নেতা শফিকুল শেখ ও জিয়ার শেখ।

মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, নাশকতা মামলায় তাদের আটক করা হয়েছে। ওই মামলার বাকি আসামিদেরও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সোমবার সকালে আটককৃতদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন