পিএনএস ডেস্ক : রাজধানীর শনিরআখড়া থেকে প্রায় দেড় বছর আগে ২৫ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন একটি আদালত। ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডিত আসামিদের মধ্যে রাশিদা বেগম (৩৯) শরীয়তপুরের ডামুড্যা থানার চর সিধলকুড়ার মৃত সিরাজ ওরফে ছিড় সরদারের মেয়ে। আর মোছা. মোসুমী আক্তার (২৫) ওই এলাকার চাঁন মিয়ার মেয়ে।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান জানান, যাবজ্জীবন কারাদণ্ডসহ আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে।
পিএনএস/শাওন
২৫ হাজার ইয়াবার মামলায় দুই নারীর যাবজ্জীবন
28-03-2023 07:31PM
