পিএনএস ডেস্ক : ঝালকাঠির কাঁঠালিয়ায় ৩ হাজার ৫২২ পিস ইয়াবাসহ মো. তরিকুল ইসলাম সজল (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক মো. তরিকুল ইসলাম সজল ওই গ্রামের মো. আবদুল বারেক হাওলাদারের ছেলে।
কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ আলী জানান, তরিকুল ইসলাম সজলের বসতঘরে অভিযান পলিথিনে মোড়ানো প্যাকেটে ৩ হাজার ৫২২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন।
ওসি জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
পিএনএস/শাওন
ঝালকাঠিতে সাড়ে ৩ হাজার ইয়াবা জব্দ, আটক ১
31-03-2023 11:01PM
