পিএনএস ডেস্ক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) রাতে রাজধানীর শাহবাগ থানায় আইনজীবী সমিতির সহকারী সুপারিনটেনডেন্ট মো. রফিকউল্লাহ মামলাটি দায়ের করেন।
মামলায় বিএনপিপন্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট মহসিন রশিদ, অ্যাডভোকেট মামুন মাহবুব, অ্যাডভোকেট শাহ আহমেদ বাদলকেও আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে এক নারী আইনজীবীকে হেনস্তা ও যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে।
এর আগে, মঙ্গলবার দুপুরে পুনরায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন দাবিতে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভের সময় ওই ভাঙচুরের ঘটনা ঘটে। তার আগে, গত ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৪টি পদের সব কটিতে বিজয়ী হয় আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে এরপর থেকে বিএনপিপন্থী আইনজীবীরা আন্দোলন করে আসছেন।
পিএনএস/শাওন
সুপ্রিম কোর্ট বার সম্পাদকের কক্ষ ভাঙচুর, ২৫ জনের নামে মামলা
17-05-2023 04:00PM
