প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলাকারী রিপন গ্রেফতার

  19-05-2023 04:53PM

পিএনএস ডেস্ক : ২০০২ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

বৃহস্পতিবার (১৮ মে) রাতে সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৯ মে) দুপুরে র‍্যাব-৬ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহমেদ এসব তথ্য জানান।

র‍্যাব অধিনায়ক বলেন, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা সদর হাসপাতালে একজন ধর্ষিতাকে দেখে ফেরার পথে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে পথরোধ করে গাড়ি বহরে হামলা চালায় সন্ত্রাসীরা। গ্রেফতার হওয়া আসামি রিপন এই হামলার পরিকল্পনাকারী এবং বিস্ফোরক বহনকারীদের মধ্যে অন্যতম।

পরে এই মামলার বিচারকাজ শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা স্পেশাল ট্রাইব্যুনাল, রিপনসহ ৪৮ জনকে সাজা দেন। রিপন এ মামলার ৪ নং আসামি। তাকে আইনগত প্রক্রিয়া শেষে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন