পিএনএস ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সাক্ষ্যগ্রহণ করা হবে। গত ২২ আগস্ট কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার নবম (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত সাক্ষ্যগ্রহণের এ দিন ধার্য করেন।
অন্যদিকে নাইকো দুর্নীতি মামলার এজাহার দেখে বাদির সাক্ষ্যগ্রহণ বন্ধ ও মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মাদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানির জন্য রয়েছে। খালেদা জিয়া পক্ষে গত সপ্তাহে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল হাইকোর্টে এ আবেদন করেন।
এর আগে গত ৩০ আগস্ট এ মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ আদেশের ফলে বিচারিক আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণে বাধা নেই বলে আইনজীবীরা জানিয়েছিলেন।
গত ১৯ মার্চ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার নবম (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত এ মামলায় খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন। এরপর ১৭ মে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
২০০৭ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেছিলেন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম।
পিএনএস/এসএস
নাইকো মামলায় খালেদা জিয়ার সাক্ষ্যগ্রহণ মঙ্গলবার
11-09-2023 09:07PM
