পিএনএস ডেস্ক: প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় জামিন পাননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহসচিবের জামিন শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। জামিন শুনানির জন্য আগামী বুধবার (২২ নভেম্বর) দিন নির্ধারণ করেছেন বিচারক।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল বিন আতিকের আদালত আজ সোমবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।
আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাষ্ট্রপক্ষের পিপি অসুস্থ জানিয়ে শুনানি পেছানোর জন্য রাষ্ট্রপক্ষ থেকে আবেদন করা হয়। এ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের সঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারক। পরে শুনানির জন্য নতুন দিন ধার্য করা হয়।’
এর আগে গত ২৮ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে মির্জা ফখরুলের গুলশানের বাসা থেকে তাকে আটক করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন প্রধান বিচারপতির বাসার ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। সেদিন মির্জা ফখরুলকে আদালতে তোলা জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
পিএনএস/সোহান
জামিন হয়নি মির্জা ফখরুলের, শুনানির নতুন দিন ধার্য
20-11-2023 04:16PM
