রাজনৈতিক মামলায় জামিন আবেদন মাত্রই শুনানি: বিচারক

  06-08-2024 05:21PM

পিএনএস ডেস্ক: রাজনৈতিক মামলায় জামিন আবেদন করা মাত্রই শুনানি হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

মঙ্গলবার জেলা জজ আদালতের সভাকক্ষে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়ে এ সিদ্ধান্ত হয়। এসময় বিএনপিপন্থি আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন। তবে আওয়ামী লীগপন্থি কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন