পিএনএস ডেস্ক: ঝিনাইদহের সদর থানায় কর্মরত পুলিশের এসআই সাজ্জাদুর রহমানসহ তিন মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক করেছে র্যা ব-৬ ঝিনাইদহ। সোমবার রাত ১১টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার ভোরে তাদেরকে ঝিনাইদহ থানা পুলিশের কাছে সোপর্দ করে র্যা ব-৬ ঝিনাইদহ ক্যাম্পের ডিএডি নায়েব সুবেদার মে. হুমায়ুন কবির একটি মামলা করেছেন। দুপুরে সংশ্লিষ্ট আদালতে নেওয়ার পরে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়েছেন তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই ইদ্রিস আলী।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহিদুর রহমান জানান, আটক এসআই সাজ্জাদুর রহমানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আটক অন্য দুইজন হলো, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত সিদ্দিক সর্দারের ছেলে মো. সোহেল ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দোয়ারপাড়া গ্রামের ফিরোজ আলীর ছেলে ফারুক হোসেন।
পিএনএস/রাশেদুল আলম
ফেনসিডিলসহ আটক এসআইসহ তিনজনের রিমান্ড আবেদন
17-09-2024 11:38PM