স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

  31-10-2024 03:14PM


পিএনএস ডেস্ক : জামালপুরে স্ত্রীকে শাসরোধ করে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই দণ্ডাদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী আহসান হাবীব ইসলামপুর উপজেলার রাজনগর এলাকার মৃত আজাহার আলীর ছেলে ও নিহত স্ত্রী তিথি বেগম দেওয়ানগঞ্জের চিকাজানী গ্রামের মো. এনু শেখের মেয়ে।

এ বিষয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী শাহ মো. এনায়েত হোসেন বলেন, ২০২২ সালের ১২ এপ্রিল রাতে ইসলামপুর উপজেলার রাজনগর গ্রামের আজাহার আলীর ছেলে আহসান হাবীব তার স্ত্রী তিথি বেগমকে যৌতুকের দাবিতে মারধর করে ও এক পর্যায়ে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এই ঘটনার পরের দিন তিথির মামা আব্বাস আলী ফরাজী ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ৯ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে সন্দেহাতীতভাবে হত্যাকাণ্ডের বিষয়টি প্রমাণিত হওয়ায় বিচার প্রক্রিয়া শেষে আসামি আহসান হাবীবের উপস্থিতিতে আজ রায় প্রদান করা হয়। রায়ে আসামিকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন বিচারক।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন