কফি দিয়ে হচ্ছে চশমার ফ্রেম!

  17-02-2020 04:00PM


পিএনএস ডেস্ক: কফি দিয়ে চশমার ফ্রেম তৈরি করেছেন ইউক্রেনের ব্যবসায়ী ম্যাক্সিম হ্যাভ্রিলেঙ্কো। এখনো বেশিরভাগ চশমাই তৈরি হয় প্লাস্টিক থেকে। চশমায় নতুনত্ব আনার ব্যাপারে ভাবনাচিন্তা করতেন ম্যাক্সিম। সেই চিন্তা থেকেই দারচিনি দিয়ে চশমার ফ্রেম তৈরি করতে গিয়েছিলেন। কিন্তু সফল হননি। তারপর কফির গুঁড়া দিয়ে তৈরি করে ফেললেন চশমার ফ্রেম।

বীজ থেকে কফি তৈরি হওয়ার পর যে গুঁড়োটা থেকে যায় সেটা ব্যবহার করা হয় চশমার ফ্রেম তৈরি করতে। কফির গুঁড়াকে ফ্ল্যাক্স এবং কিছু ভেষজ তেলের সঙ্গে মিশিয়ে মন্ড তৈরি করে ছাঁচে ফেলা হয়। তারপর কম্পিউটারের মাধ্যমে এই ছাঁচ কেটে চশমার ফ্রেম তৈরি করা হয়।

আধুনিক যুগের ফ্যাশানের সঙ্গে তাল মিলিয়ে ফ্রেমের ডিজাইন তৈরি করা হয়। প্লাস্টিকের তুলনায় কফি দিয়ে তৈরি এই চশমার ফ্রেম একশো শতাংশ পুনর্ব্যবহারযোগ্য। চলতি বছরে ১০ হাজার ফ্রেম তৈরি করার লক্ষ্য ম্যাক্সিমের কোম্পানির। আগামী বছর এই লক্ষ্যমাত্রা বেড়ে দাঁড়াবে এক লাখের কাছাকাছি।

একটি ফ্রেম কিনতে প্রায় ৯০ ডলার খরচ করতে হবে। শুধু চশমাই নয়, কফির বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে ফার্নিচার, কাপ, প্রিন্টিংয়ের জন্য কালির মতো নানা জিনিস।

পিএনএস/ মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন