কোয়ারেন্টিনে ৪৭ ছাগল!

  03-07-2020 03:55PM

পিএনএস ডেস্ক : ছাগলপালকের করোনা টেস্টের ফল পজিটিভ এসেছে। আর এ কারণে তার পালের ৪৭টি ছাগলকেই কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যদিও মানুষের থেকে পশুর শরীরে করোনা ছড়ানোর কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবু ছাগলগুলোর করোনা পরীক্ষাও করা হবে। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে ভারতের কর্নাটকের তুমাকুরু জেলার গোডেকেরে গ্রামে।

এই গ্রামে প্রায় ৩০০টি বাড়িতে প্রায় এক হাজার মানুষের বাস। সম্প্রতি এই গ্রামের দুজনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। এই দুজনের মধ্যে একজন হলেন ওই ছাগলপালক। এর পরই তার চারটি ছাগল মারা যায়। এর পর আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো গ্রামে।

জেলা পশুস্বাস্থ্য বিভাগে খবর দেওয়া হলে গত মঙ্গলবার গ্রামে পৌঁছেন কর্মকর্তারা। ছাগলগুলোর সোয়াব নমুনা সংগ্রহ করা হয়েছে। গ্রামের বাইরে এক জায়গায় কোয়ারেন্টিন করা হয়েছে ছাগলগুলোকে। মৃত ছাগলগুলোর ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন পশুস্বাস্থ্য বিভাগের সচিব পি মনিভান্নান। এই ছাগলগুলো করোনাতেই মরেছে কিনা, তা জানতে এদের সোয়াব নমুনা ব্যাঙ্গালুরুর ইনস্টিটিউট অব অ্যানিমেল হেলথ অ্যান্ড ভেটেরিনারি বায়োলজিকসকে পাঠানো হয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন