সমুদ্রে উপকূলে অদ্ভুত প্রাণী!

  11-09-2020 06:13AM

পিএনএস ডেস্ক : সম্প্রতি অজানা একটি সামুদ্রিক প্রাণীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা আসলে গুজেনেক বার্নাক্যাল নামে একটি প্রজাতির প্রাণী। ব্রিটেনের নর্থ ওয়েলসের কারনারফোন সমুদ্র সৈকতে এই প্রাণীর দেখা মিলেছে।

মার্টিন গ্রিণ নামে এক ব্যক্তি ফেসবুকে ওই প্রাণীর ছবি শেয়ার করেন। এই প্রাণী এতটাই দুর্লভ যে, এগুলো দেখে হতবাক হয়ে যান গ্রিণ। জানা গেছে, সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে এটি দেখেন গ্রিণ দম্পতি। তাঁরা যখন সেটির ছবি তুলে গুগল সার্চ করেন, তাঁরা বুঝতে পারেন এটি আসলে এক ধরনের সামুদ্রিক প্রাণী।

একটি রিপোর্ট বলছে, প্রথমে সমুদ্র সৈকতে পড়ে থাকা ওই প্রাণীগুলোকে দূর থেকে প্রথমে কাঠের টুকরো ভেবেছিলেন মার্টিন। কিন্তু এরপর তিনি জানতে পারেন এগুলো আসলে একপ্রকার বিরল প্রাণী।
জানা গেছে, পর্তুগাল এবং স্পেনের বেশ কিছু অঞ্চলে এই প্রাণী পাওয়া যায়। সেখানে এগুলো খাবার হিসেবে বিক্রি হয়। এগুলোর দামও অত্যন্ত বেশি বলে উল্লেখ করা হয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন