একটি গাছেই ধরল ১২১ জাতের আম!

  30-06-2021 01:12AM

পিএনএস ডেস্ক: এক গাছেই ধরল ১২১টি জাতের আম! একই গাছে ফললো - দশেরা, ল্যাংড়া, চৌসা, রামকেলা, আম্রপালী, সাহারানপুর অরুণ, সাহারানপুর বরুণ, সাহারানপুর সৌরভ, সাহারানপুর গৌরব, সাহারানপুর রাজীব, লখনৌ সাফেদা, টমিতে কিংস, পুস সূর্য, সেনসেশন, রটাউল, কলমি মালদা, বোম্বাই, স্মিথ, মঙ্গিফেরা জলোনিয়া, বুলন্দশহর, লরানকু, এলআর স্পেশাল, আলমপুর বেনিশা, আসৌজিয়া দেওবন্দসহ আরও কয়েকটি জাতের আম।

অবিশ্বাস্য হলেও এমন গাছের দেখা মিলেছে ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরের এক সংস্থার বাগানে।

অবশ্য বিষয়টি একেবারেই প্রাকৃতিক নয়; প্রায় পাঁচ বছর ধরে গাছটির উপর বিশেষ এক গবেষণা চালিয়ে গেছেন ভারতীয় উদ্ভিদ বিজ্ঞানীরা। যার ফলে এক গাছেই ১২১ জাতের আম ফলনে সফল হয়েছেন তারা।

গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

গণমাধ্যমটি জানায়, পাঁচ বছর আগে গবেষণার জন্য ১০ বছর বয়সি দেশীয় আমের গাছ নেওয়া হয়। এরপর ভারতের উদ্যানতত্ত্ব পরীক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের তৎকালীন যুগ্ম পরিচালক রাজেশ প্রসাদের তত্তাবধানে গাছটিতে ১২১টি জাতের আমের শাখা গ্রাফটিং বা কলম করা হয়। ৫ বছর বাড়তে দেওয়া হয় গাছটিকে।

বর্তমানে গাছটিতে ১২১ জাতের আম ধরেছে। গাছটি দেখতে অদ্ভূত রকমের সুন্দর। বিভিন্ন শাখায় বিভিন্ন ধরনের আম শোভা পাচ্ছে।

এমন সফলতার পর সাহারানপুরের উদ্যান-গবেষণা পরীক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র উপ-পরিচালক জয়করন সিং বলেন, ৫ বছরের কষ্ট সফল হয়েছে। এখন আমরা আরও নতুন প্রজাতি নিয়ে গবেষণা করছি। উন্নতমানের আম উৎপাদন করাই আমাদের লক্ষ্য।



পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন