নেটদুনিয়া কাঁপাচ্ছে সোনায় মোড়া খাবার

  05-09-2021 01:51PM

পিএনএস ডেস্ক: দুবাইয়ের রেস্তোরাঁর ২২ ক্যারেট সোনায় মোড়া বড়া পাও আপনার সমস্ত ধ্যানধারণা বদলে দিতে পারে। এরই মধ্যে নেটদুনিয়া কাঁপাচ্ছে এই বড়া পাও। দাম জানেন কতো?

এই সোনা'র খাবার এখন নেটদুনিয়ার হটকেক। সবাই তা নিয়ে আলোচনায় মগ্ন। ইতিমধ্যেই বেশ সাড়া জাগিয়েছে। রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি, ২২ ক্যারেট সোনার পাতে মোড়া বড়া পাওয়ের দাম ৯৯ ডিরহাম। বাংলাদেশি টাকায় প্রায় দুই হাজার টাকার বেশি।

সম্প্রতি টুইটার ব্যবহারকারী মাসরাত দাউদ একটি ভিডিও টুইট করেন। শুরুতে একটি লেখা দেখেই বুঝা যায়, সেটি কীসের ভিডিও। কারণ, লেখা ছিলো পৃথিবীর প্রথম ২২ ক্যারেটের সোনার বড়া পাও। খাবারটি তৈরির পদ্ধতিও ধাপে ধাপে দেখানো হয়েছে ভিডিও-তে। নিশ্চয়ই ভাবছেন ২২ ক্যারেটের সোনার বড়া পাও লেখার কারণ কী? ভিডিওতে দেখা গিয়েছে, বড়া পাওয়ের গায়ে লাগানো রয়েছে পাতলা সোনার আস্তরণ।

জানা গিয়েছে, এই বড়া পাও বানিয়েছে দুবাইয়ের কারামায় ও'পাও নামে একটি রেস্তোরাঁ। কর্তৃপক্ষের দাবি, তাদের তৈরি বড়া পাও সোনার পাতে মোড়া। তাদের আরও দাবি, এটাই বিশ্বের প্রথম সোনায় মোড়ানো বড়া পাও।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন