সাগরের তলদেশে ‘সোনাভর্তি’ দুই জাহাজের সন্ধান!

  10-06-2022 05:03PM

পিএনএস ডেস্ক : ১৭০৮ সালের ৮ জুন। কলম্বিয়ার কার্টেজেনা উপকূলে ধনসম্পদে ভরা একটি স্প্যানিশ জাহাজ সান জোসেতে আক্রমণ চালায় ব্রিটিশ নৌবাহিনী।

ধারণা করা হয়, জাহাজটি যেসব সম্পদ নিয়ে ডুবেছিল তা উদ্ধার করা গেলে বর্তমান মূল্য দাঁড়াবে প্রায় ১৭ বিলিয়ন ডলার। কার্টেজেনা উপকূল থেকেই সম্প্রতি আরও দুটি জাহাজ আবিষ্কার করা হয়েছে।

মার্কিন ম্যাগাজিন নিউজউইকের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

২০১৫ সালে কলম্বিয়ার সরকার আনুষ্ঠানিকভাবে সান জোসেতে জাহাজটির অনুসন্ধান করার ঘোষণা দেন।

কলম্বিয়ার নৌবাহিনী সান জোসের কাছাকাছি আরও দুটি জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছে। যেগুলো ২০০ বছর আগে কলম্বিয়া-স্পেনের মধ্যকার যুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে।

কলম্বিয়ার নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল গ্যাব্রিয়েল পেরেজ বলেছেন, আমরা আরও দুটি জাহাজ আবিষ্কার করেছি। আমরা এখানে আরও প্রত্নতাত্ত্বিক নিদর্শন পেতে পারি।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন