বাড়ি হয়ে গেল পতাকা!

  19-11-2022 07:39PM

পিএনএস ডেস্ক : আসন্ন ফুটবল বিশ্বকাপের উন্মাদনার জ্বরে কাঁপছে সারাবিশ্ব। এতে বাদ পড়েনি বাংলাদেশও। ময়মনসিংহের গফরগাঁওয়ে ফুটবল বিশ্বকাপকে নিয়ে ঘটেছে ভিন্ন ঘটনা। প্রিয় দলের পতাকার আদলে রঙের বর্ণিল সাজে পাল্টে গেছে বাড়ির চিত্র। তাই ফুটবলপ্রেমীরা বিশ্বকাপের উৎসবকে সামনে রেখে বাড়িটির নাম রেখেছে ব্রাজিল বাড়ি।

উপজেলার পাগলা থানাধীন দত্তেরবাজার ইউনিয়নের বিরই গামড়িপাড়া এলাকার হাফিজ উদ্দিনের ছেলে, স্থানীয় যুবলীগ নেতা মুখলেছুর রহমান একজন ব্রাজিল সমর্থক। তিনি নিজের বাড়িকে ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়েছেন। বিষয়টি স্থানীয় ফুটবলপ্রেমী মানুষের মধ্যে বেশ সাড়াও ফেলেছে। দূর-দূরান্ত থেকেও অনেকে ব্রাজিল বাড়িটি দেখতে ছুটে আসছেন।

ছোটবেলা থেকেই ফুটবল খেলায় ব্রাজিলের সমর্থন করে আসছেন মুখলেছুর রহমান। প্রতিবার বিশ্বকাপের আগে ব্রাজিলের বিশাল আকৃতির পতাকা টানান তিনি। এবারো তিনি বিশ্বকাপ ফুটবল খেলাকে সামনে রেখে নিজ বসতবাড়িটিকেই ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়েছেন।

এ প্রসঙ্গে ফুটবলপ্রেমী মুখলেছুর রহমান বলেন, আমার স্ত্রী-সন্তান ও তিন ভাইসহ পরিবারের সবাই ব্রাজিল সমর্থক। আমার বসতবাড়িকে ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়ে ভালোই লাগছে।

এছাড়াও সরেজমিনে দেখা গেছে, ফুটবলপ্রেমীরা কিনছেন যার যার প্রিয় দলের পতাকা এবং জার্সি। দর্জিরা যেমন পতাকা বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন তেমনি জার্সিও দোকানদারও জার্সি বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন। পুরো উপজেলায় এখন ব্রাজিল, আর্জেন্টিনা ছাড়াও বিশ্বকাপে অংশ নেয়া অন্যান্য দলের পতাকা ছেয়ে গেছে। ফুটবলপ্রেমীরা তাদের প্রিয় দলের পতাকা ছাদে এবং ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানে পতাকা টানিয়ে প্রিয় দলকে সমর্থনের বিষয়টি জানান দিচ্ছেন।

বিশ্বকাপের উন্মাদনা চায়ের দোকান থেকে অফিসপাড়া- এমনকি শিক্ষাপ্রতিষ্ঠান পর্যন্ত গড়িয়েছে।

গফরগাঁও সরকারী কলেজের বিবিএ (অনার্স) ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী নূর মোহাম্মদ ইয়ন বলেন, বিশ্বকাপ আসলে চারদিকে উৎসব উৎসব ভাব চলে আসে। মনে শান্তি লাগে। তবে নিজের দেশ বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারলে খুবই ভালো লাগতো। বর্তমানে ব্রাজিল দলকে সমর্থন জানাচ্ছি।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন