পিএনএস ডেস্ক : টুইটারের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খুঁজে পেয়েছেন ইলন মাস্ক। আর তার ছবি পোস্ট করে মশকরাও করেছেন এই ধনকুবের।
বিলিয়নিয়ার ইলন মাস্ক টুইটারের নতুন সিইও-র কথা উল্লেখ করে ছবি শেয়ার করেছেন বেশ কয়েকটি। এতে দেখা যায়, তার পোষা কুকুর ফ্লোকি সিইও-র আসনে বসে আছে।
শুধু তাই নয়, এই ‘কর্মকর্তা’ সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগরওয়ালের চেয়ে ভাল বলেও উল্লেখ করেছেন টেসলার মালিক ইলন মাস্ক।
২০২২ সালের অক্টোবরে প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে বরখাস্ত হন পরাগ আগরওয়াল।
পিএনএস/এমবিবি
টুইটারের সিইও!
15-02-2023 10:03PM
