পিএনএস ডেস্ক : নাইজেরিয়ার একটি আদালত এক মোরগকে শুক্রবারের মধ্য জবাই করার নির্দেশ দিয়েছে। মোরগটির কর্কশ ডাকাডাকিতে প্রতিবেশীরা শব্দ দূষণের অভিযোগ আনলে বুধবার দেশটির উত্তরাঞ্চলের শহর কানোর একটি আদালত এই রায় দেয়।
রায়ে বলা হয়েছে, মোরগটির ডাকাডাকিতে প্রতিবেশীরা বিরক্ত হয়ে পড়েছেন। দুই প্রতিবেশীর ঘুমও হারাম করেছে ওই মোরগ। নাইজেরিয়ার অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম প্রিমিয়াম টাইমসের একটি প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।
ইউসুফ মাহমুদ নামের এক প্রতিবেশী আদালতকে বলেন, মোরগটির কর্কশ ডাক তার শান্তির ঘুমে বাধা হয়ে দাঁড়িয়েছে। মোরগটির মালিক ইয়াসুকু সুয়াইবু আদালতকে জানান, তিনি মোরগটি খ্রিষ্টীয় পর্ব দিবসের অনুষ্ঠানে জবাইয়ের জন্য কিনেছেন। তিনি মোরগটি জবাইয়ের জন্য আদালতের কাছে শুক্রবার পর্যন্ত সময়ও চান।
এসময় ম্যাজিস্ট্রেট হালিমা ওয়ালি ইয়াসুকু সুয়াইবুর অনুরোধ রেখে এবং মোরগটি যাতে আশপাশের এলাকায় বিচরণ ও প্রতিবেশীদের বিরক্ত করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন।
পিএনএস/এএ
কর্কশ ডাকের জন্য মোরগকে জবাইয়ের নির্দেশ আদালতের
07-04-2023 02:13AM