পিএনএস ডেস্ক: ঘানার বাসিন্দা আবু বকর তাহিরু। সম্প্রতি মাত্র এক ঘণ্টায় এক হাজারের বেশি গাছের সঙ্গে কোলাকুলি করে গিনেস বুকে নাম লিখিয়েছেন তিনি।
বনবিদ্যা বিভাগে পড়াশোনা করা ২৯ বছর বয়সি এ যুবক এক ঘণ্টায় এক হাজার ১২৩টি গাছের সঙ্গে কোলাকুলি করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের তুস্কেগি ন্যাশনাল ফরেস্টে এই কীর্তি গড়েন। খবর ইউপিআইয়ের।
রোজা রাখা অবস্থাতেই তিনি এ রেকর্ড করেন। রেকর্ড গড়ার সময় দুই হাত দিয়ে গাছকে জড়িয়ে ধরা, কোনো গাছকে এক বারের বেশি জড়িয়ে না ধরার শর্ত মানতে হয় আবু বকরকে।
পিএনএস/এমএইউ
গাছের সঙ্গে কোলাকুলি করে বিশ্ব রেকর্ড করলেন যিনি
28-04-2024 11:34AM