প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার পরিবারের সাক্ষাৎ

  23-03-2019 12:02AM

পিএনএস ডেস্ক: বাংলাদেশ ইনস্টিটিউট অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরীর পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পরিবারের সদস্যরা দেখা করতে যান। সেখানে তারা প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সাখাওয়াত মুন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাখাওয়াত মুন বলেন, প্রধানমন্ত্রী আবরারের মা-বাবাকে সান্ত্বনা দেন এবং তাদের সন্তানের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি তার রুহের মাগফেরাতও কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহাম্মেদ চৌধুরী, মা ফরিদা ফাতেমী ও ছোট ভাই ছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

গত মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন প্রগতি সরণি এলাকায় সুপ্রভাত (ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫) পরিবহনের একটি বাসের চাপায় বিইউপি শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী নিহত হন। পরে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন