‘গলাকাটা’ পাসপোর্টের আর সুযোগ নেই: প্রধানমন্ত্রী

  22-01-2020 01:34PM

পিএনএস ডেস্ক: আগে পাসপোর্টের নামে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করা হতো, এটাকে ‘গলাকাটা’ পাসপোর্ট বলা হতো। সেই পাসপোর্টের আর সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ই-পাসপোর্ট চালু হওয়ায় এখন আর পাসপোর্ট নিয়ে কাউকে ধোঁকায় পড়তে হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি।

বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ই-পাসপোর্ট বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যে প্রকল্প ই-পাসপোর্টের জন্য গ্রহণ করেছি তাতে মনে করি, বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। কারণ আমরা যে পাসপোর্ট দিতে যাচ্ছি, সেটি বায়োমেট্রিক। এতে এম্বেডেড ইলেকট্রনিক মাইক্রো প্রসেসর চিপ থাকবে। সেখানে যে পাসপোর্ট গ্রহণ করবেন তার বায়োগ্রাফি ও বায়োমেট্রিক অর্থাৎ তার ছবি, ফিঙ্গার প্রিন্ট এবং চোখের কর্নিয়া থাকবে। কাজেই আর মানুষ ধোঁকায় পড়বে না।’

শেখ হাসিনা বলেন, ‘বিশ্বের অনেক দেশ এই আধুনিক প্রযুক্তিসম্পন্ন পাসপোর্ট গ্রহণ করেছে। প্রায় ১১৮টি দেশে এটি চালু হয়ে গেছে। কাজেই বাংলাদেশ হলো ১১৯তম দেশ। এছাড়া দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম বাংলাদেশ ই-পাসপোর্ট চালু করতে সক্ষম হয়েছে।’

ই-পাসপোর্ট সেবা চালু করায় প্রধানমন্ত্রী ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সব কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

ই-পাসপোর্ট মুজিববর্ষে বাংলাদেশের মানুষের জন্য উপহার বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই। সে জন্যই ই-পাসপোর্ট।’

সরকারপ্রধান বলেন, ‘আমাদের সরকার চায় বাংলাদেশ উন্নত, সমৃদ্ধশালী ও আত্মমর্যাদাশীল হবে। আমরা অর্থনৈতিকভাবে আজকে এগিয়ে গেছি। দেশের মানুষেরও আর্থিক স্বচ্ছলতা এসেছে। এখন অনেকেই বিদেশে মানুষ যায়। আমাদের প্রবাসীরা বিদেশিরা কাজ করে রেমিট্যান্স পাঠায় যা আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রেখেছে। কাজেই তারা দেন কোনো হয়রানির শিকার না হন সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা যেকোনো উন্নয়নের সময় মাথায় রাখি তৃণমূল পর্যায়ের মানুষ যেন সেই সেবাটি পায়। বাংলাদেশের জন্য যা যা প্রযোজ্য আমরা সেই সেবাই গ্রহণ করি।’ এ সময় তিনি জানান, সরকার ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে সেই পরিকল্পনা গ্রহণ করেছে ডেল্টা প্লান ২১০০ এর মাধ্যমে। আগামী পর্যন্ত যেন উন্নত ও বাসযোগ্য একটি দেশ পায় সে লক্ষ্যেই তার সরকার কাজ করছে বলে জানান শেখ হাসিনা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন