হেঁটে ফিরছেন মানুষজন

  23-07-2021 04:54PM

পিএনএস ডেস্ক : পবিত্র ঈদুল আজহার কারণে লকডাউন শিথিলের পর আবারও কঠোর লকডাউন শুরু হয়েছে। আজ শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই বিধিনিষেধ থাকবে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত। লকডাউনের কারণে সব ধরনের যানচলাচল বন্ধ থাকায় ঢাকামুখি যাত্রীদের হেঁটে প্রবেশ করতে দেখা গেছে।

রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, ফার্মগেট, গাবতলী, কল্যাণপুর, শাহবাগ, মগবাজার এলাকায় বেশ কিছু মানুষকে মালপত্র নিয়ে হাঁটতে দেখা গেছে। মোড়ে মোড়ে অনেককে যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের বেশিরভাগই ঈদ উদযাপন শেষে সকালে ঢাকায় এসে পৌঁছেছেন। তবে যানবাহন না থাকায় পায়ে হেঁটেই বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনেকেই। অনেকেই আবার ভ্যানে করে ফিরেছেন।

সরকারের ঘোষণা অনুযায়ী, আগের বিধিনিষেধের মতোই এবারের বিধিনিষেধে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস; সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন; অভ্যন্তরীণ উড়োজাহাজসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

পিএনএস /জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন