লঞ্চ চলাচলের সময় বাড়ালো সরকার

  01-08-2021 06:10PM

পিএনএস ডেস্ক: রপ্তানিমুখী শিল্প ও কলকারখানায় যোগ দিতে শ্রমিকদের জন্য লঞ্চ চলাচলের সময় বাড়িয়েছে সরকার। যাত্রীর চাপ না কমায় এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)।

বিআইডব্লিটিএ’র কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার গণমাধ্যমকে জানান, যাত্রীর চাপ বেশি হওয়ায় সোমবার ভোর পর্যন্ত লঞ্চ চলাচলের সময় বাড়ানো হয়েছে।

এর আগে লঞ্চ চলাচলের সময়সীমা ছিলো রোববার দুপুর ১২টা পর্যন্ত।

উল্লেখ্য, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ৫ আগস্ট পর্যন্ত দেয়া কঠোর লকডাউনের মধ্যেই শুক্রবার জানানো হয়, রোববার থেকে রপ্তানিমুখী শিল্প ও কলকারখানা খোলা হবে। মূলত এ ঘোষণার পরেই বিভিন্ন উপায়ে ঢাকাসহ বিভিন্ন জায়গায় কর্মস্থলে ছুটে যান শ্রমিকরা। গণপরিবহন বন্ধ থাকায় যাত্রাপথে অবর্ণনীয় ভোগান্তিতে পড়তে হয় তাদের।

দিনভর এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে শনিবার রাত সাড়ে ৯টার দিকে তথ্য অধিদপ্তর জানায়, রোববার দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন চলবে। তবে এতো অল্প সময়ে যাত্রীদের কর্মস্থলে ফেরা নিয়ে শঙ্কা দেখা দেয়। এরপর বিআইডব্লিউটিএর পক্ষ থেকে লঞ্চ চলাচলের সময় বাড়ানোর ঘোষণা এলো।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন