ভারত থেকে দেশে এলো আরও ২০০ টন অক্সিজেন

  05-08-2021 10:36PM

পিএনএস ডেস্ক : চতুর্থ দফায় অক্সিজেন এলো ভারত থেকে। বৃহস্পতিবার ১০টি কন্টেইনার ভর্তি ২০০ মেট্রিক টন অক্সিজেন নিয়ে এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টার দিকে বেনাপোল রেল স্টেশনে পৌঁছায়।

এ সময় রেল স্টেশনের কাস্টমস, রেল এবং বন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে একইভাবে তৃতীয় দফায় ৬০০ মেট্রিক টন অক্সিজেন বিশেষ ট্রেনের মাধ্যমে বেনাপোল দিয়ে দেশে প্রবেশ করে।


বেনাপোল কাস্টমস এবং রেলের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ এক্সপ্রেস ট্রেন সিরাজগঞ্জের উদ্দেশে বেনাপোল ছেড়ে যায়।
করোনাকালিন সংকটে ভারত নিজেদের চাহিদার কথা ভেবে সাময়িকভাবে বাংলাদেশে তরল অক্সিজেন রফতানি বন্ধ রাখে। পরে বাংলাদেশের হাসপাতাল গুলোতে অক্সিজেনের চাহিদা বেড়ে যাওয়ায় আবারও রফতানি শুরু করে।

আজ একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে ১০টি ট্যাংক কন্টেইনারে ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন আমদানি করে।


প্রথম দফায় ঈদের দিন বিশেষ ব্যবস্থাপনায় ট্রেনে ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন আমদানি করে দেশের দু’টি আমদানিকারক প্রতিষ্ঠান।
বেনাপোল রেল স্টেশন ম্যানেজার সাইদুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর ১টায় ভারত থেকে ১০টি কন্টেইনারে প্রায় ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে বাংলাদেশে প্রবেশ করে বিশেষ অক্সিজেনবাহী ট্রেন। বেনাপোল কাস্টমসের রিলিজ অর্ডার নিয়ে বিকালের দিকে বেনাপোল ত্যাগ করে যমুনা সেতুর পশ্চিম প্রান্ত পর্যন্ত অক্সিজেনবাহী লিকুইড কন্টেইনারবাহী ট্রেনটি রওয়ানা দেয়।
পিএনএস /জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন