তাপমাত্রা বাড়বে, বৃষ্টিরও সম্ভাবনা

  16-09-2021 12:09AM

পিএনএস ডেস্ক : আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দুই বিভাগে ভারী বর্ষণ হতে পারে। একইসঙ্গে দেশের অধিকাংশ এলাকা মেঘাচ্ছন্ন থাকতে পারে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী দুই দিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম। তবে আগামী পাঁচ দিনে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও রংপুর বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তেুঁতলিয়ায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে খুলনা বিভাগের কুমারখালী ৭৪ মি.মি.।

।পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন