শনাক্তের হার নামল ৫ শতাংশের ঘরে

  16-09-2021 08:06PM

পিএনএস ডেস্ক : দেশে করোনা শনাক্তের হার আরও কমছে। গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ১৪৯টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৯৮ শতাংশ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে জুলাই মাসে শনাক্তের হার ৩২ শতাংশ ছাড়িয়ে যায়। তবে চলতি মাসের ৪ তারিখে শনাক্তের হার নেমে আসে দশের নিছে। ওই দিন নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়ায় ৯ দশমিক ৮২ শতাংশে।

এরপর ক্রমান্বয়ে শনাক্তের হার (৫ থেকে ১৫ তারিখ) ৯ দশমিক ৬৬ শতাংশ, ৯ দশমিক ৮৩ শতাংশ, ৯ দশমিক ৬৯ শতাংশ, ৯ দশমিক শূন্য ৭ শতাংশ, ৮ দশমিক ৭৬ শতাংশ, ৮ দশমিক ৬৫ শতাংশ, ৭ দশমিক ০৩ শতাংশ এবং ৭ দশমিক ৪৬ শতাংশ, ৭ দশমিক ৬৯ শতাংশ, ৬ দশমিক ৩৪ শতাংশ এবং ৬ দশমিক ৬৪ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন