ভারতে আরও ২৫২০ টন ইলিশ রপ্তানির অনুমতি

  23-09-2021 08:48PM

পিএনএস ডেস্ক: চলতি মৌসুমে ভারতে আরও দুই হাজার ৫২০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ৬৩টি প্রতিষ্ঠান এসব মাছ রপ্তানি করবে।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় এ অনুমোদন দিয়েছে।

এর আগে বুধবার (২২ সেপ্টেম্বর) সরকারের বিশেষ অনুমতিতে ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশের মধ্যে প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে ৪টি ট্রাকে ২৩ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।

ইলিশ রপ্তানিকারক ঢাকার ইউনিয়ন ভ্যান্সারসহ দুইটি প্রতিষ্ঠান। আমদানিকারক ভারতের সিদ্ধেশরী ইন্ডিয়া। পণ্য চালানটি বন্দর থেকে ছাড় করাতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন সিঅ্যান্ডএফ এজেন্ট বিশ্বাস এন্টারপ্রাইজ।

বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুগাপূজা উপলক্ষে সরকার গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশের ৫২ জন রপ্তানিকারকের প্রত্যেককে ৪০ টন করে ২ হাজার ৮০ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমতি দেয়।

আগামী ১০ অক্টোবরের মধ্যে সমস্ত ইলিশ ভারতে রপ্তানির নির্দেশ রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের। বুধবার প্রথম চালানে দুইটি প্রতিষ্ঠান ২৩ মেট্রিকটন ইলিশ ভারতে পাঠাল।

ইলিশ রপ্তানিকারক নুরুল আমিন বিশ্বাস জানান, দেশে ইলিশের উৎপাদনে ঘাটতি থাকায় ২০১২ সাল থেকে দেশের বাইরে ইলিশ রপ্তানি বন্ধ করেছিল সরকার। পরবর্তীতে বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্পর্কের সূত্র ধরে সরকার ২০১৯ সাল থেকে প্রতি বছর পূজার আগে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে আসছে। এমন সৌহার্দ্য মনোভাব দুই দেশের মধ্যে বাণিজ্য ও বন্ধুত্বের সম্পর্ক আরও বৃদ্ধি করতে ভূমিকা রাখবে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন